Feni Girish-Akshay Academy

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা: মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান করা বিষয়ে স্নাতক ডিগ্রী ( বিএড আবশ্যিক নয়)। নিয়োগ পদ্ধতি: পিএসসি'র অধীনে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, ভাইভা পরীক্ষা এবং সরকারি গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশন। গ্রেড: ১০ম মূল বেতন: ১৬০০০ টাকা। বাড়ি ভাড়া: মূল বেতনের ৪০%-৫০% বোনাস: মূল বেতনের সমান। চিকিৎসা ভাতা: মাসিক ১৫০০ টাকা। রাজস্বখাতের চাকরি বিধায় অন্যান্য সকল সুবিধা। পেনশন আছে,বদলি আছে। এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা: মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান করা বিষয়ে স্নাতক ডিগ্রী( বিএড আবশ্যিক নয়) নিয়োগ পদ্ধতি: সরকারি সংস্থা এনটিআরসিএ অধীনে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, ১০০নম্বরের বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষা ( সরকারি বিদ্যালয়ে লিখিত পরীক্ষা নেয় না), ভাইভা পরীক্ষা, জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্তি,গনবিজ্ঞপ্তিতে আবেদন, প্রাথমিক সুপারিশ, চূড়ান্ত সুপারিশ, সরকারি গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশন। গ্রেড: ১১তম মূল বেতন: ১২,৫০০ টাকা। বাড়ি ভাড়া: মাসিক ১০০০টাকা। বোনাস: মূল বেতনের ২৫% চিকিৎসা ভাতা: মাসিক ৫০০টাকা। পেনশন নাই,বদলি নাই, এতো,এতো বৈষম্য মেনে শ্রেণি কক্ষে সুস্থ মনে ও দেহে দীর্ঘ বছর পাঠদান সম্ভব নয়। ফলে দাবি আদায়/ বৈষম্য দূরীকরণ করতে ঢাকা প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ ( সরকারীকরণ) করতে শিক্ষক আন্দোলন যৌক্তিক এবং সংহতি প্রকাশ করছি।